শাল্লা প্রতিনিধি
জেলার শাল্লায় আ.লীগের তিন প্রয়াত নেতা-উপজেলা আ’লীগের সভাপতি মহিম চন্দ্র দাস, সহ সভাপতি রবীন্দ্র চন্দ্র বৈষ্ণব ও নরেশ চন্দ্র চৌধুরী’র স্মরণে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এক শোকর্যালী ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮জুন) দুপুর ১২টায় প্রয়াত এই তিন নেতার স্মরণে শোকব্যানারে উপজেলা আ’লীগ কার্যালয় হতে শোকর্যালী বের করা হয়। এতে উপজেলা আ”লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ অলিউল হকের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক নওশের মনির, যুবলীগ নেতা অজয় তালুকদার ও ছাত্রলীগ নেতা অনুপম তালুকদার ঝিকু’র সম্মিলিত পরিচালনায় শোকসভার শুরুতে প্রয়াত তিন নেতার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিবরতা পালন করা হয়। শোক সভায় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন), যুগ্ম সম্পাদক ও হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক মোঃ এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল লেইছ চৌধুরী, রান্টু লাল দাস, উপজেলা আ’লীগের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব রামানন্দ দাস, মোঃ কালাই মিয়া, আটগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গণি মিয়া, কৃষকলীগ সভাপতি কাজলবরণ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু, আ’লীগ নেতা রঞ্জন কুমার বৈষ্ণব, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, ফেনীভূষণ সরকার, ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।