স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলে ২ হাজার ৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ। তার প্রাপ্ত ভোট ৩১ হাজার ৪৩৯। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম মোটর সাইকেল প্রতীতে পেয়েছেন ২৮ হাজার ৬৩৩ ভোট।
তবে রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল এখনো পাওয়া যাযনি।