বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের আগামী ২৪ জুনের অনৈতিক পরিবহন ধর্মঘট প্রত্যাহারসহ বিআরটিসির বাস আরো বাড়ানোর দাবিতে সুনামগঞ্জ শহরে গণঅনাস্থা ও মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১টায় আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নিয়ে মালিক শ্রমিকদের পরিবহন নৈরাজ্য থেকে সড়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য গত ৩ জুন সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসির বাস চালুর প্রতিবাদে পরিবহন ধর্মঘট পালন করে সরকারি বাস তুলে নেওয়ার দাবি জানায়। পরিবহন ধর্মঘটের সময়েই পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বিআরটিসি বাস উদ্বোধন করেন। গত ১৯ জুন সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির দুটি এসি বাস নামানো হয়েছে। এতে জনগণ স্বস্থি প্রকাশ করে আরো উন্নত বাস দেওয়ার দাবি তুলেছেন। কিন্তু পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ আগামী ২৪ মার্চ সিলেট বিভাগ জুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে অবিলম্বে বিআরটিসি বাস বন্ধের অনৈতিক দাবি জানিয়েছে। এর প্রতিবাদে সুনামগঞ্জ ও সিলেটে সাধারণ যাত্রীরা প্রতিবাদী কর্মসূচি পালন করছেন। প্রতিনিদিনই বিভিন্ন স্থানে পরিবহন নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি পালিত হচ্ছে। অন্যদিকে পরিবহন মালিক শ্রমিকরা পোস্টারসহ বিভিন্ন প্রচারণার মাধ্যমে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে পরিবহন ধর্মঘট সফল করার প্রচারণা চালাচ্ছে। পরিবহন মালিক শ্রমিকদের অনৈতিক এই নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠেছেন সাধারণ জনগণ।
যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সদস্য সচিব সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সদস্য সচিব এডভোকেট বুরহান উদ্দিন দোলন, যুগ্ম আহ্বায়ক তনুজ কান্তি দে, জুবের আহমদ অপু, ডা. মোরশেদ আলম, মো. ফজলুল হক, ওবায়দুর রহমান কুবাদ, সাংবাদিক শহিদ নূর আহমদ, ছাত্র নেতা আসাদ মনি প্রমুখ।
বক্তারা পরিবহন শ্রমিকদের মালিকদের স্বার্থ রক্ষার কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শহর হবে গ্রাম প্রকল্পের অধীনে সুনামগঞ্জ সিলেট সড়কে গত ৩ জুন থেকে যাত্রীসেবা দিতে বিআরটিসির ৬টি বাস দিয়ে যাত্রীসেবা দিচ্ছে। কিন্তু পরিবহন মালিকরা তাদের লক্কওঝক্কর বাস তুলে না নিয়ে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়িতে সেবা দিচ্ছে। তাদের বিরুদ্ধে গণক্ষোভ দিনদিন বাড়ছে। তারা নিজেদের সেবার উন্নতি না করে সরকার কর্তৃক জনগণের সেবার জন্য নামানো বাস তুলে নেওয়ার হুমকি দিয়ে রাষ্ট্রকেই হুমকি দিচ্ছে। বক্তারা অবিলম্বে কর্মসূচি প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এদিকে কর্মসূচিত সংহতি জানিয়ে অংশ নেন সুনামগঞ্জ যাত্রীকল্যাণ পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মৌলভী বাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলাম, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, প্রবীণ শিক্ষক আলী হায়দার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা স্বপন দাসসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংহতি জানিয়ে অংশ নেন সুনামগঞ্জ জেলা মোটর শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
এদিকে একই দাবিতে সংগঠনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ পয়েন্টেও মানববন্ধন ও গণঅনাস্থা কর্মসূচি পালিত হয়েছে।