দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে সিএনজি সরানোকে কেন্দ্র করে রায়পুর ও কান্দিগাও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শাহানুর মিয়া (১৭) নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্র মারা গেছে। আহত হয়েে ১৫ জন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, কান্দিগাঁও গ্রামের আলী হোসেনের পক্ষের মৃত আব্দুল মতলিবের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৫),মৃত সমছুৃ মিয়ার ছেলে তানিম আহমদ(৩০),মৃত সিরাজ উদ্দিনের ছেলে ছালেহ আহমদ(২৫) ও মৃত আরশ আলীর ছেলে আলী হোসেন(৩৫)। রায়পুর গ্রামের রাজন মিয়ার পক্ষের আঞ্জব আলীর ছেলে নাসির মিয়া (২২),মৃত মনাই মিয়ার ছেলে বুলু মিয়া(৫৪),আব্দুল আলীমের ন্ত্রী মোছাঃ আছমা বেগম(৩৫),আরব আলীর ছেলে মোঃ আক্তার হোসেন(২০),নিজাম উদ্দিনের ছেলে ছোটন মিয়া(১৬),নজর ইসলামের ছেলে মোঃ সোহেল মিয়া(২৫),মৃত আহমদ আলীর ছেলে রিয়াজ উদ্দিন (৫০),আঞ্জব আলীর ছেলে আসকর আলী (৩৫),মৃত মমিন ইসলামের ছেলে শাহ মোঃ ফরিদ মিয়া(৪৫)। আহতদের তাৎক্ষণিক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ কান্দিগাঁও গ্রামের মোঃ জিল্লুল হকের ছেলে জকি মিয়াসহ ১২জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের লেগুনা চালক আলী হোসেন ও রায়পুর গ্রামের মাছ ব্যবসায়ী রাজন মিয়ার পাগলা বাজারে গাড়ি সরানো নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দু’গ্রামবাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পাগলা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রায়পুর গ্রামের বুরহান উদ্দিনের ছেলে শাহানুর মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়। সে সরকারী পাগলা হাইস্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং একজনকে আটক করে।