1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস বৃদ্ধির দাবিতে পরিকল্পনা মন্ত্রীকে স্মারকলিপি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ জুন, ২০১৯, ১.২৫ পিএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি’র উন্নত ও অত্যাধুনিক বাস চালু অব্যাহত ও বাসের সংখ্যা বৃদ্ধির দাবিতে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের কাছে স্মারকলিপি দিয়েছে যাত্রী অধিকার আন্দোলন, সুনামগঞ্জ। শুক্রবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ মন্ত্রীর বাসভবনে গিয়ে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপিটি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় মন্ত্রী জনগণের সেবায় সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চালুসহ যাত্রীবান্ধব সেবা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
যাত্রী অধিকার আন্দোলন সুনামগঞ্জ স্মারকলিপিতে সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি’র আরো ২০টি বাস চালু করা, পর্যায়ক্রমে সুনামগঞ্জ জেলার আন্তউপজেলায় বিআরটিসির বাস চালু, সুনামগঞ্জ-সিলেট সড়ক সংস্কার কাজ যথাসময়ে মানসম্মতভাবে সম্পন্ন করা, জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়ক ও সেতুর কাজ দ্রুত সম্পন্ন করে রাজধানী ঢাকার সঙ্গে সুনামগঞ্জ জেলার বিকল্প যাতায়াত চালু এবং আন্তঃউপজেলার প্রধান সড়কগুলোর সংস্কার কাজের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন যাত্রী অধিকার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক চিত্তরঞ্জন তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনাম আহমেদ, যুগ্ম আহ্বায়ক জুবের আহমদ অপু, যুগ্ম সদস্যসচিব শামস শামীম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনও স্মারকলিপি প্রদানকারী সংগঠনকে অভিনন্দন জানিয়ে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
স্মারকলিপি গ্রহণ করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কে প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর প্রকল্প থেকে বিআরটিসি’র কয়েকটি বাস চালু করা হয়েছে। জনগণ বিআরটিসি বাস পেয়ে উচ্ছ্বসিত। কিন্তু পরিবহন মালিক শ্রমিকরা এই বাস সার্ভিস বন্ধের দাবিতে অবরোধসহ যেসব কর্মসূচি পালন করেছে তা অনৈতিক। আমরা তাদের এই অনৈতিক কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানাই। সরকার জনগণের সেবা দিতে এই সড়কে বিআরটিসির বাসসহ যাত্রীবান্ধব সেবা আরো বৃদ্ধি করবে।
উল্লেখ্য, গত ৩ জুন সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির বাস চালুর প্রতিবাদে পরিবহন ধর্মঘট পালন করে পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ। এই দাবিতে তারা আগামী ২৪ জুন একই কর্মসূচি দিয়েছে। তাদের এই অনৈতিক কর্মসূচির বিরুদ্ধে সুনামগঞ্জ ও সিলেটে সাধারণ জনতা নিয়মিত প্রতিবাদী কর্মসূচি পালন করছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!