হাওর ডেস্ক::
সিলেটে বিভাগের সাথে ঢাকাসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার রাত থেকে বিকল্প পথে বাস চলাচল করলেও আজ শনিবার দুপুর থেকে তাও বন্ধ হয়ে গেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপিত সেলিম আহমদ ফলিক।
তিনি জানান, সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে শাহবাজপুর সেতু ভেঙে যাওয়ার পর বিকল্প পথ হিসেবে লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করা হচ্ছিল। তবে সে সড়কটি ছোট হওয়ায় এবং বড় যানবাহনের চাপ নিতে না পারায় শনিবার থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শাহবাজপুর সেতু ভাঙার চারদিন অতিবাহিত হয়ে গেছে। অথচ এটি মেরামত করে চালু করা হয়নি। একটি জাতীয় মহাসড়কে এই অবস্থা কিছুতেই কাম্য নয়।’
এদিকে, সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তারা গিয়ে ভিড় করছেন ট্রেনে। কিন্তু সেখানেও মিলছে না টিকেট।
প্রসঙ্গত, সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত সেতু ভেঙে গত মঙ্গলবার (১৮ জুন) রাত থেকে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুটি মেরামতের কাজ চলছে। অন্যদিকে ওই ঝুঁকিপূর্ণ সেতুর পাশে নির্মিতব্য নতুন সেতুটি আগামী কিছুদিনের মধ্যে খুলে দেয়ার কথা রয়েছে।