বিশেষ প্রতিনিধি::
ইয়াবার চালান সহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে দুই মাদক কারবারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার রাতে র্যাব-৯ দুই আসামি কাপনা গ্রামের মোস্তফার ছেলে মো. আকরাম ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মগবুল হোসেনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।।
জানা গেছে, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বম্ভপুরের মেরুয়াখলা গ্রামের সামনের সড়কে সোমবার রাতে টহলকালীন ইয়াবা বিক্রয়কালে আকরাম ও মগবুল হোসেনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২৮৮পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ১৮ হাজার ৭২০ টাকা জব্দ করে।
র্যাব-৯ ,সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের লেঃ কমান্ডার ফয়সল আহমদ জানান, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের পর ওই রাতেই একটি মামলা দায়ের করা হয়। পুলিশ আদালতে প্রেরণ করলে তাদের জেল হাজতে প্রেরণ করেন আদালত।