1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে চীন যাচ্ছেন খন্দকার মঞ্জুর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ১১.২৭ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ১ জুলাই চীন সফর করবেন। এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্কের আরও উন্নয়নে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হতে পারে। দুই দেশের বাণিজ্য ও অন্যান্য বিষয়ে আলোচনাসহ নানা দিক নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কথোপকথনে উঠে আসতে পারে বাংলাদেশের উন্নয়নে প্রতিবেশী রাষ্ট্র চীনের নতুন বড় কোন সহযোগিতার কথাও।
এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের ৫০ জনেরও বেশী ব্যবসায়ি চীন যাচ্ছেন। ৫দিনের সফরে এসব ব্যবসায়িদের মধ্যে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি(এফবিসিসিআই) এর জেনারেল বডি মেম্বার ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক খন্দকার মঞ্জুর আহমেদ রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এই সফরে দেশের প্রখ্যাত ব্যবসায়িদের মধ্যে আরাফ ট্রেড কর্পোরেশনের স্বত্বাধিকারী খন্দকার মঞ্জুর আহমেদের নাম তালিকায় ৪৭ নম্বরে উল্লেখ করা হয়েছে।
তার এই সফর উপলক্ষে তিনি সুনামগঞ্জের সকল ব্যবসায়ি ও রাজনৈতিক সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। সফরের শেষ দিন ৫ জুলাই পরবর্তী সময়ে তিনি দেশে ফিরে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার এই সফরের বিষয়টি কে নিশ্চিত করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!