স্টাফ রিপোর্টার::
আজ সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। আজিজুল ইসলাম চৌধুলী গত বছরের এই দিনে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।
আজিজুল ইসলাম চৌধুরী জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সুনামগঞ্জ জেলা সংবাদদাতার দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি আইন পেশায় দক্ষতা ও অত্যন্ত সততার সহিত দায়িত্ব পালন করেছেন। আইন পেশায় তিনি দুবছর আগে ২৫ বছর পূর্ণ করেছেন।
আজিজুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালের ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহন গ্রামে সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছোট বেলা থেকেই সুনামগঞ্জ শহরের বনানীপাড়ায় বসবাস করে আসছেন।
তিনি সুনামগঞ্জ শহরের হাছন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তার শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তীতে বুলচান্দ হাই স্কুল থেকে এস.এস.সি ও সিলেট টেকনিক্যাল কলেজ থেকে এইচ.এস.সি এবং সিলেট মদন মহোন কলেজ থেকে বিকম পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম পাশ করেন। পরে ঢাকা ‘ল’ থেকে এল.এল. এম িিডগ্রি লাভ করেন। শিক্ষাজীবন শেষে তিনি অডিটর হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করে। এ সরকারি চাকুরি ছেড়ে ১৯৯২ সালে সুনামগঞ্জ আইনজীবী সমিতির সদস্য পদ অর্জনের মধ্য দিয়ে মৃত্যুর আগ পর্যন্তটানা ২৬ বৎসর সততা ও নিষ্ঠার সাথে আইন পেশায় নিয়োজিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ভাই ২ বোন স্ত্রী ও একমাত্র পুত্র রেখে গেছেন।