নিজস্ব প্রতিবেদক ::
সিলেট নগরের খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নীতিমালা অমান্য করে অবৈধ ভাবে ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এনিয়ে সিলেট জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মুগনি (খোকা) সহ অর্ধশতাধিক শিক্ষার্থীর অভিভাবক।
সোমবার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের পত্র গ্রহণ শাখার দায়িত্বশীল ব্যক্তি অভিযোগটি গ্রহণ করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৩৬ সাল থেকে অত্র এলাকার শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে হোসাইন আলী এ প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত প্রধান শিক্ষকের পদে থাকায় নিজস্ব একটি সিন্ডিকেট তৈরি করে কার্যক্রম চালিয়ে আসছেন। সরকারি নীতিমালা না মেনে করে যাচ্ছেন একের পর এক নিয়ম বহির্ভূত কাজ। এনিয়ে স্থানীয়দের সঙ্গে তার সম্পর্কও অবনতি হয়েছেন। স্থানীয়দের পাত্তা না দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে করাচ্ছেন কাজ। এসব অপকর্মে স্বোচ্ছার হলে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি এম এ মুগনি খোকাকে সভাপতির দায়িত্ব থেকে সরাতে উঠে পরে লেগে গেছেন। তার অপচেষ্টা সফল করতে সরকারি নীতিমালা অনুসরণ না করে বিদ্যালয়ের প্রস্তাবিত ম্যানেজিং কমিটির সভাপতি পদে কোনো ধরনের মিটিং না করে নিজের বলয়ের এক ব্যক্তির নাম প্রস্তাব করে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছেন। এ খবর স্থানীয়দের কাছে এসে পৌঁছালে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছেন এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। এছাড়া সরকারি নিয়মনীতি অনুসরণ করে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। এছাড়া প্রধান শিক্ষক হোসাইন আলীর বিরুদ্ধে আর্থিক সুবিধার বিনিময়ে নিষিদ্ধ গাইড বই ক্রয় করাতে শিক্ষার্থীদের মধ্যে ক্রয় করার চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে।
প্রধান শিক্ষক হোসাইন আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও নিয়ম বহির্ভূত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।