স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সিলেট সড়কের জানিগাঁও এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে এক যুবক মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৬জন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ নুর হোসেন (২৭) সদর উপজেলার নলুয়ারপাড় গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় আহতরা হলেন, মোছাঃ হাসিনা বেগম(৩০), মোঃ হাসান আলী(২৭)। সেলিম মিয়া(৩৫), মোঃ ফকির মিয়া(৯), আপন মিয়া(১১), সানেরা বেগম(৩৫) । তআহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর থানার ওসি মোঃ শহীদুল্লাহ বলেন, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছ।