স্টাফ রিপোর্টার::
সিলেট থেকে সুনামগঞ্জে ফেরার পথে অজ্ঞান পার্টি চেতনানাশক ওষুধ শুকিয়ে এক অজ্ঞাতনামা শ্রমিক যুবকের সর্বস্ব কেড়ে নিয়েছে দুষ্কৃতিকারী। বুধবার সন্ধ্যায় লোকজন নতুন বাসস্টেশন থেকে ওই যুবককে উদ্ধার করে সদর হাসপাাতলে ভর্তি করিয়েছেন। বর্তমানে সে সদর হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় আছে।
জানা গেছে ওই যুবক সিলেট থেকে ছেড়ে আসা মামা ভাগ্নে পরিবহনে ওঠে সুনামগঞ্জে আসছিলেন। তার সিটে আরেকজন যুবক ছিল। সে পথে পাগলা বাজারে নেমে যায়। সেখান থেকে নামার পরই সদরপুর এসে ওই যুবক চেতনা হারিয়ে সিট থেকে পড়ে যায়। মুখ দিয়ে ফেনা ও রক্ত পড়তে থাকে। যাত্রীরা নেমে গেলে বাসের চালক ও কন্ট্রাক্টর তাকে রাস্তায় ফেলে রাখে। এসময় কয়েকজন যাত্রী বাস চালক হেল্পারকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলে চালক যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে। এসময় দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম সদর থানার ওসিকে ফোন করে বিষয়টি অবগত করে একটি সিএনজি গাড়ি আটকিয়ে ওই যুবককে সদর হাসপাতালে পাঠান। তিনিও মোটর সাইকেল নিয়ে হাসপাতালে গিয়ে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থ্ াকরে ভর্তি করেন। হাসপাতালে যাওয়ার পর সদর থানা পুলিশ পরিবহন শ্রমিক নেতা ফারুক আহমেদ ও মিসবাহ উদ্দিনকে নিয়ে যায়। এই পরিবহন শ্রমিক নেতাও হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নত সেবা দেওয়ার অনুরোধ জানান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই অজ্ঞাতনামা যুবকের চেতনা ফিরেনি বলে জানান, হাসপাতালের সিনিয়র ব্রাদার বুরহান উদ্দিন। তিনি বলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তার উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো জরুরি।