স্টাফ রিপোর্টার::
উজানের ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ৪১৫ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৬৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি ও ঢলের পানি ক্রমাগত বাড়ছে। সীমান্ত নদী যাদুকাটা, সোমেশ্বরী, চলতি, খাসিয়ামারাসহ অন্যান্য নদ নদীর পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সুনামগঞ্জ জেলা শহরের পিটিআই ক্যাম্পাস ও ভবন, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, শহরের সাববাড়ি এলাকা, কাজীর পয়েন্ট, নবীনগর, উকিলপাড়াসহ বিভিন্ন এলাকা নিমজ্জিত হয়েছে। পিটিআই ভবনের নিচ তলা ও হোস্টেলের নিচতলায় পানি প্রবেশ করেছে। এতে বিপাকে পড়েছেন প্রশিক্ষণার্থী প্রায় আড়াইশ শিক্ষক।
ভক্সপপ: ভুক্তভোগী।
সিংক: মো. আবু বকর সিদ্দিক ভূইয়া, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভারতের মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাতের কারণে ঢলে পানি সুনামগঞ্জে নামছে। এতে শহরসহ নি¤œাঞ্চলও প্লাবিত হচ্ছে। তাছাড়া সুনামগঞ্জেও প্রবল বৃষ্টিপাতের কারণে পানি বাড়ছে।
এদিকে বৃহষ্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিটি উপজেলায় কন্ট্রোল রোম খোলার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।