সুনামগঞ্জ পৌর শহরের এক সময়ের হাওরঘেঁষা নিভৃতপাড়া হাওয়াপাড়া আজ বিষ্মৃতপ্রায় একটি নাম। বর্তমান নাম হাজীপাড়া। তৈয়ব আলী হাজীর নামেই এই পাড়াটির নাম হয়েছে। প্রথমে তিনিই কাঠইর এলাকা থেকে এখানে এসে (বর্তমানে এডভোকেট রুহুল তুহিনের বাসা, হাজী তৈয়ব আলী রুহুল তুহিনের দাদা) বসবাস শুরু করেন। এরপরে তার নামেই পাড়াটির নামকরণ হয়।
ঝাউয়ার হাওরঘেষা হাওয়াপাড়ায় রাতদিন দমকা হাওয়া বইতো। শনশন হাওয়া অন্য রকম আবহ তৈরি করতো। প্রথমে তৈয়ব আলী হাজী প্রধান সড়ক ঘেষে বসতঘর তৈরি করে বসবাস করেন। তারপরেই নূরুল হুদা মুকুটের বাবা কমরুন নূর নিজ বাসা তৈরি করে বসবাস শুরু করেন। কিছুদিন পরে বিএডিসির কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে এসপি অফিস, গণপূর্ত ভবনসহ সরকারি বাসভবনও নির্মিত হয়। এভাবে পরে শহরেরই বিভিন্ন পাড়া থেকে এসে অনেকে বসতঘর তৈরি করতে শুরু করেন। বাড়তে তাকে বাসাবাড়ি। হাওরের জমি ভরাট করে স্থাপনা তৈরির মিছিল বাড়তে থাকে। এক পর্যায়ে হাওয়াপাড়া নামটি তলিয়ে যায়। হাজী তৈয়ব আলীর নামে হাজীপাড়া নামটি প্রতিষ্ঠা পায়। বর্তমানে পৌর শহরের অন্যতম একটি ব্যস্ত পাড়ায় নিজেকে প্রতিষ্ঠা করেছে বিষ্মৃতপ্রায় হাওয়াপাড়া।
লেখক: মালেক হুসেন পীর, মুক্তিযোদ্ধা।