স্টাফ রিপোর্টার::
অকাল বন্যা ও পাহাড়ী ঢলের পানিতে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের আনোয়ারপুর এলাকায় মেরামতব্য রাস্তা ভেঙ্গে বিপাকে পড়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান অঐ-ঝজ-অওঝ ঔঠ. গত শুক্রবার পাহাড়ী ঢলের পানিতে ভেঙ্গে গেছে পুরো রাস্তা। এলজিইডি সুত্রে জানা যায়, ৩ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে এলজিইডি বাস্তবায়ন করছে। দ্রুত গতিতে গত এপ্রিল মাসে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। রাস্তার প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছিল। বাকী কাজের মধ্যে ঢালাই দেয়ার আগ মুর্হুতে পাহাড়ী ঢলের পানিতে রাস্তা উপচে রাস্তার পার্শ্বে রাখা মালামালসহ যাবতীয় বন্যার পানিতে ধুয়ে নিয়ে যায়। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আবুল হোসেন জানান, এলজিইডি’র কার্যাদেশ পাওয়ার পর জনগুরুত্বপূর্ন রাস্তা বিধায় দ্রুতগতিতে সংস্কার কাজ শুরু করি গত এপ্রিল মাসের প্রথম দিকে। সংস্কারের প্রায় ৬০ভাগ কাজ সম্পন্ন করলেও গত শুক্রবারের অকাল বন্যায় সাইটে থাকা যাবতীয় মালামালসহ রাস্তাটি ভেঙ্গে খালে পরিনত হয়ে গেছে। ফলে সুনামগঞ্জ তাহিরপুর রাস্তাটি যোগাযোগ বিচ্চিন্ন হয়ে পড়েছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের পার্টনার মো: বাবুল মিয়া জানান, রাস্তাটি টেকসইভাবে করতে হলে আরো উন্নত ডিজাইন করতে হবে। যে ডিজাইনে ওয়ার্ক অর্ডার দেয়া হয়েছে তাতে ভবিষ্যতেও রাস্তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তার প্রায় ৬০ভাগ কাজ শেষ হয়েছিল। এখন মহাবিপদে আছি। এই ক্ষতি পুষিয়ে নিতে হলে এলজিইডি কর্তৃপক্ষ বিশেষ নজর দিতে হবে। এ ব্যাপারে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ জানান, হঠাৎ পাহাড়ী ঢলের পানিতে বিশ্বম্ভরপুর তাহিরপুর সড়কের আনোয়ারপুর এলাকায় নির্মিতব্য রাস্তাটির মারাত্মক ক্ষতি হয়েছে। বর্তমানে যান চলাচল বন্ধ থাকায় যোগাযোগ বিচ্চিন্ন হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি জন চলাচলে উদ্যোগ নেয়া হয়েছে।