স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সদ্যসমাপ্ত ইউনিয়ন ও পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের নারী প্রতিনিধিদের দলমত নির্বিশেষে সংবর্ধনা দিয়েছেন সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল। সুনামগঞ্জের ইতিহাসে প্রথমবারের মতো অরাজনৈতিক পরিবেশে সব দলের স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাড়ম্ভর সংবর্ধনা প্রদানের ঘটনা এটি বলে স্থানীয়রা মনে করেন।
শনিবার সকালে পৌরসভার উদ্যোগে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়ূব বখ জগলুলের সভাপতিত্বে এই সংবর্ধনাসভা অনুষ্ঠিত হয়। সভায় তিনটি পৌরসভার বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শী মেয়র-কাউন্সিলরসহ ৮৮ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সকালে আয়ূব বখত জগলুল ফুল হাতে তাদের বরণ করেন। দুপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
তবে এদিকে রাজনৈতিক মহল এ ঘটনাকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের প্রচারণাও হয়ে গেছে। বক্তব্য দিতে আসা নেতাদের অনেকেই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নূরুল হুদা মুকুটকে সমর্থন দানের জন্য মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান-মেম্বারদের অনুরোধ জানান। এসময় অনেকেই নূরুল হুদা মুকুটের সমর্থনে স্লোগান দেন। মঞ্চে বক্তব্য দিতে আসা জনপ্রতিনিধিদের অনেকেই আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নূরুল হুদা মুকুটকে সমর্থন দিয়ে বক্তব্য রাখেন। তারা এই বিরল আয়োজনের উদ্যোগ নেওয়ায় আয়ূব বখ জগলুলকে ধন্যবাদ জানান।
সংবর্ধনাসভায় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দেক আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারমান প্রার্থী নূরুল হুদা মুকুট, ছাতক পৌর মেয়র কালাম চৌধুরী, জগন্নাথপুর পৌর মেয়র হাজী আব্দুল মনাফ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, সাচনা বাজার ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম শামীম, শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান অবনি মোহন দাস, কোরবান নগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল বরকত, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন প্রমুখ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্সের সহসভাপতি সজিব রঞ্জন দাস, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহছান আহমদ উজ্জ্বল প্রমুখ।
এদিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান শেষে সংবর্ধনায় আসা স্থানীয় সরকারের নির্বাচিত প্রায় সহস্রাধিক জনপ্রতিনিধিবৃন্দ নূরুল হুদা মুকুটের বাসভবনে আপ্যায়নে অংশ নেন।