হাবিবুর রহমান হাবিব, শাল্লা:
সুনামগঞ্জ জেলার হাওর বেষ্টিত দুর্গম জনপদ হিসেবে পরিচিত শাল্লা উপজেলায় ১ জুলাই সোমবার থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ই নামজারি কার্যক্রম শুরু হয়েছে।
এ ব্যাপারে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সরকার যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।
এব্যাপারে উপজেলা ভূমি অফিসের সহকারী শামসুদ্দোহা, মানিক আহমেদ, ও সার্ভেয়ার মোঃ আতিকুর রহমান জানান অত্র কার্যক্রম চালু হওয়ায় ভূমি মালিক গণ সঠিক সময়ে দ্রুততার সাথে সেবা পাবেন।