স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২০১৯-২০ সালের কর বর্ষের জন্য অ্যাডভোকেট সালেহ আহমদকে সভাপতি ও একেএম মহিমকে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভায় ওই অনুমোদন প্রদান করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক রতœা সাহা, অডিটর ও লাইব্রেরী আশীষ কুমার রায়, সমাজকল্যাণ সম্পাদক লিটন চন্দ্র দাস।
কার্য-নির্বাহী সদস্য স্বপন কুমার দাস রায়, সজল কুমার রায়, মলয় চক্রবর্তী, গৌরাঙ্গ পদ দাস, রাধাকান্ত সূত্র ধর, রজত কান্তি দাস, মো. নাইমুল ইসলাম, মাহবুবুল আলম শাহীন ও বিদ্যুৎ চক্রবর্তী।
সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভায় উপস্থিত ছিলেন, এ বারের সদস্য ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আবুল ফজল ও সাধারন সম্পাদক আব্দুল আলীম পাঠান।
বার্ষিক সাধারন সভায় বাজেটে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১৭৪ ধারার উপধারা ২ এর ক্লজ “এফ” প্রভাইসোটি পুন:বহাল করায় সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় সুনামগঞ্জ কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারন সভায়।