জামালগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইয়াবা ব্যবসায়ী এক যুবকে জামালগঞ্জ থানা পুলিশ আটক করা হয়। সোমবার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর বাজার থেকে মো. পরান আহমেদ তয়াক্কুল (২৮) কে গ্রেফতার করা হয়। জানাযায়, উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হনু মিয়া এর ছেলে মো. পরান আহমেদ তয়াক্কুল। জামালগঞ্জ থানা এসআই সাইফুল্লাহ আখন্দ ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৬পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম সত্যতা স্বীকার করে বলেন, এই যুবকে মাদক মামলা ও পুলিশ ফেপাজত থেকে পালানোর চেষ্টা করে আসামীর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। মো. পরান আহমেদ তয়াক্কুল সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। ##