সাইফ উল্লাহ ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর ও পলাশ ইউনিয়ন পরিষদের ১নং ওর্য়াড সদস্য পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা।
মঙ্গলবার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরশেদ আলী ও জামালগঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং কর্মকতা হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মমিনুর রহমান বাছাই শেষে মনোনয়নপত্র বৈধতার বিষটি নিশ্চিত করেন।
ধনপুর ইউনিয়ন পরিষদের এ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে হযরত আলী সোহেল কালা চাঁন, নুরুল আলম সাগর, মনিরুজ্জামান আবু, মতিউর রহমান মতি, আক্তারুজ্জামান মিরাশ, রুকন উদ্দিন এবং জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. সায়েম পাঠান, নুরুল হক আফিন্দী ও মো. মাসুক মিয়া। অন্যদিকে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদের ১ নং ওর্য়াডের সদস্য পদের প্রার্থীরা হলেন মনিরুজ্জামান, সিকান্দর আলী, মোস্তাক আহমদ, বাবুল মিয়া এসব প্রার্থীদের মনোনয়ন বৈধ বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার এবং জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউপি সদস্য সেলিম আহমদ মিঠু ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করায় চেয়ারম্যান ও সদস্য’র শূন্য পদে ২৫ জুলাই এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।