ঢাকা: সময়মতো টিকিট না পাওয়া এবং ভ্রমণ ভোগান্তি কিছুটা হলেও যেন কমিয়ে আনা যায় সে লক্ষ্যে ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিতে ওয়াওবক্স নিয়ে এসেছিল নতুন এক আয়োজন।
‘ওয়াওবাস’ নামে বিশেষ ঈদ ক্যাম্পেনটির মানুষকে কোনো ভোগান্তি ছাড়া সহজে গন্তব্যে পৌঁছে দেওয়াটাই ছিল প্রধান লক্ষ্য। আর সেই উদ্দেশ্যে মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলাই ছিল ওয়াওবক্সের স্বপ্ন।
গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওয়াওবক্স হচ্ছে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য টেলিনর ডিজিটালের তৈরি একটি লাইফস্টাইল অ্যাপ্লিকেশন। যেখানে ফ্যাশন থেকে শুরু করে রেসিপিসহ থাকে আরও অনেক কিছু!
ভোটাভুটির মাধ্যমে সিলেট অঞ্চল ক্যাম্পেইনের কাঙ্ক্ষিত গন্তব্য হিসেবে নির্ধারিত হয়। এ ভোটের পর অনুষ্ঠিত হয় একটি ফেসবুক কন্টেস্ট, যেখান থেকে ৩২ জন বিজয়ী বেছে নিয়ে তাদেরকে সিলেটে পৌঁছে দেয় ওয়াওবক্স, ওয়াওবাসের মাধ্যমে।
ঈদ উৎসবে মানুষের মুখে হাসি এনে দিতে সঙ্গে আরও ছিল ওয়াওবক্সের গিফট হ্যাম্পার। এছাড়াও প্রাণের পক্ষ থেকে উপহার হিসেবে বাসে ভ্রমণকারীদের জন্য ছিল বিশেষ গিফট।
ওয়াওবক্স প্রায়ই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। যার লক্ষ্যই হলো আপনাদের জীবনে হাসি এনে দেওয়া। পরবর্তী প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে এবং অংশগ্রহণ করতে তাই সবসময় চোখ রাখুন ওয়াওবক্সে।
ওয়াওবক্স না থাকলে আজই ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টোর থেকে। অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ।