স্টাফ রিপোর্টার::
সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জয়নগর বাজারে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন। নিজাম উদ্দিনকে সভাপতি ও মো. লুৎফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দকে সরদাপুর পয়েন্ট থেকে নিজাম উদ্দিন, লুৎফুর রহমান, তানভির আহমদ জনিকের নেতৃত্বে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা মোটর সাইকেল বহরে এগিয়ে নিয়ে আসেন। তাদের নিয়ে জয়নগর বাজার প্রদক্ষিণ শেষে সম্মেলনস্থলে যোগ দেন নেতৃবৃন্দ। মঞ্চে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এহছান আহমদ উজ্জ্বল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সদ্য ঘোষিত মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, সিনিয়র সহসভাপতি তানভির আহমদ জনিক প্রমুখ।
সম্মেলন চলাকালে আয়োজক ও অতিথিদের শুভেচ্ছা জানিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহছান আহমদ উজ্জ্বলসহ যুবলীগের জেলা ও সদর উপজেলা যুবলীগের শীর্ষ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।