স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জের বেহেলি ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণ করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার। শনিবার দিনভর তিনি বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। এসময় তিনি বানভাসী লোকদের হাতে ত্রাণ তুলে দিয়ে ক্ষতিগ্রস্ত সকলের পাশে সরকার রয়েছে বলে আশ্বস্থ করেন।
শামীমা শাহরিয়ার গত দুদিন ধরে জামালগঞ্জসহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। এসময় স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।