সাইফ উল্লাহ::
দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নানান আয়োজনে সুনামগঞ্জের ধর্মপাশায় দৈনিক যায়যায়দিন প্রত্রিকার ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টার দিকে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদের সামনের সড়কে ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারে নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ গণ মিলতায়তনে এসে এক আলোচলা সভায় মিলিত হয়।
যায়যায়দিন প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মো, মিঠু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মাধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা আক্তার পারভীন,উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোহা: জাহাঙ্গীর আলম,উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মো, রফিকুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা, আবুল কালাম ফরাজী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক রোকন মিয়া,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান মজুমদার,সাংবাদিক হাফিজুর রহমান চয়ন, মো, ইসহাক মিয়া, গিয়াস উদ্দিন রানা,মো, ইমাম হোসেন,সেলিম আহম্মেদ, ইউএনও কার্যালয়ের অফিস সহকারি আবুল হাসান, পিআইও অফিসের অফিস সহকারি রতন সরকার প্রমুখ।