অনলাইন ডেক্স::
আজ ৮ নভেম্বর। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হতে পারে। কারণ এবারই প্রথম দেশটির প্রধান একটি রাজনৈতিক দল একজন নারী অর্থাৎ হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে।তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন কি না তার ফয়সালাও হয়ে যাবে এদিন।
যুক্তরাষ্ট্রের লাখ লাখ নারী ভোটারও এই প্রথম একজন নারীকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। কোনো কোনো নারীকে এই দিনের অপেক্ষায় জীবনের ৯৬টি বছর কিংবা তারচেয়ে বেশি সময় পার করে দিতে হয়েছে। যেসব নারী ১৯২০ সালে কিংবা তার আগে জন্মেছেন এবং এখনো বেঁচে আছেন তারাই বর্তমানে সেই মাহেন্দ্রক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। সেসব নারীদের অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে ‘৯৬ বছর ধরে অপেক্ষা করেছি’ নামে একটি ওয়েবসাইটও খোলা হয়।
৯৮ বছর বয়সি এস্তেলে স্কাল্টজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কারখানার শ্রমিক ছিলেন। প্রবীণ এই নারী বর্তমানে হার্টের গুরুতর সমস্যার কারণে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু ৮ নভেম্বরে ভোট দেয়ার দিন পর্যন্ত তিনি বেঁচে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। প্রবীণ এই নারী বলেন, ‘আমার দেশের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচন দেখার জন্য আমি আরো বাঁচতে চাই।’
অক্টোবর মাসে তিনি ডাকের মাধ্যমে আগাম ভোট দেন। পোস্টাল ব্যালটে তিনি লিখেছেন, ‘কতটা গ্লানিকর ছিল অতীতের দিনগুলো’। পরবর্তীকালে পোস্টাল ব্যালটসহ তার ছবি ফেসবুকে পোস্ট করা হয়।
এদিকে ৯৯ বছরের সিলভিয়া স্কালম্যান বলেন, ‘হিলারি একজন নারী এজন্য এই ভোট নয় বরং এর মাধ্যমে দেখানো যাবে, আমরা নারীরা যা করতে চাই, তাই করতে পারি। বিশেষ করে আমরা যখন নিজেদের ক্যারিয়ারে সাফল্যের চূড়ান্ত শিখরে ওঠার জন্য যে প্রয়োজনীয় অভিজ্ঞতা দরকার, তার জন্য কঠোর পরিশ্রম করি।’
তিনি বলেন, ‘এখন আমার নাতি-পুতিরা দেখতে পাচ্ছে, একজন পুরুষ যা করতে পারে একজন নারীও তা করতে পারে। বিষয়টি আমার জন্য অত্যধিক আনন্দের।’ সূত্র: বিবিসি