সাইফ উল্লাহ::
মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তার দপ্তরে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য অফিসে আয়োজিত মতবিনিময় সভায় মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবু তাহের, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, পাউবো উপ সহকারী প্রকৌশলী নেহার রঞ্জন দেবনাথ, উপজেলা প্রকল্প অফিসের উপ সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন সহ সাংবাদিক বৃন্ধ। সভায় অমিত পন্ডিত জানান, ১৭ জুলাই ২৩ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। এতে র্যালী, পোনা অবমুক্ত করণ, সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা, মোবাইল কোট পরিচালনা, মাছ চাষ বিষয়ক আলোচনা, উদ্ধদ্ধ করণ সভা, মূল্যায়ণ, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্টান অনুষ্টিত হইবে।