স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় এইচএসসি পরীক্ষার সর্বোচ্চ ফলাফল প্রথম স্থান অর্জন করেছে টাংগুয়ার হাওর পারের বাতিঘর নামে পরিচিত ‘বংশীকুন্ডা কলেজ।সুনামগঞ্জ -১ আসনে ফলাফলে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বুধবার ১৭ জুলাই সারাদেশে একযোগে ২০১৯ সালের এইচ এসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
ধর্মপাশা উপজেলার ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। ঐ প্রতিষ্ঠান গুলোর মধ্যে বংশীকুন্ডা কলেজর ফলাফল৭২.৬৬ %,গোলকপুর হাজী আব্দুল হাফিজ হাইস্কুল এন্ড কলেজ ৫৪.৫৫%,ধর্মপাশা সরকারী কলেজ ৫৩.৬%,বাদশাগঞ্জ সরকারী কলেজ ৪৬.৭৫% মধ্যনগর বিপি হাইস্কুল এন্ড কলেজ ৪১.৪২%।
২০১৩ সালের ৭ ই অক্টোবর বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান রাসেল আহমদ অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে টাংগুয়ার হাওর পারে উচ্চ শিক্ষার প্রসার ঘটাতে জনগনের সহযোগিতায় প্রতিষ্ঠা করেন বংশীকুন্ডা কলেজ। প্রতি বছর ভালো ফলাফল অর্জন করার পরেও আজও এমপিওভুক্তির তালিকার অন্তর্ভুক্ত না হওয়াতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ঐ প্রতিষ্ঠানের শিক্ষকেরা।
কলেজের শিক্ষক,শিক্ষার্থীরা জানান, আমাদের বংশীকুন্ডা কলেজ কে এমপিওভুক্ত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছি।