সাইফ উল্লাহ ::
‘আত্নশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইয়ুথদের ইউনিট গঠন করা হয়েছে। বুধবার দুপুরে জামালগঞ্জ ডিগ্রী কলেজে প্রাঙ্গণে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ও বৃটিশ কাউন্সিলের সহযোগীতায় ওই ইউনিট গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন দি হাঙ্গার প্রজেক্ট’র জেলা একাউন্ট অফিসার কুদরত পাশা। দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ’র সঞ্চালনায়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জামালগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী রাহুল চৌধুরী, জাহাঙ্গীর আলম, রহুল আমিন, আসাদ চৌধুরী এনি, ফুল তারা বেগম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হুমায়ারা আক্তার মনি, তাহেরা বেগম, স্বর্ণা দে, নাসরিন আক্তার, নুসরাত, শেফা আক্তার, তামিম আহম্মেদ চৌধুরী, তাহেরা বেগম, সালমা বেগম, রাব্বির আহমেদ তামিম, মোজ্জামেল হক, আনোয়ার হোসেন, লাকী খানম সহ ৩২ জন শিক্ষার্থী। সকলেই চার দিন ব্যাপী এ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডার সীফ ট্রেনিং গ্রহণ করার পরে জাহাঙ্গীর আলমকে কো অডিনের্টর ও রাহুল চৌধুরীকে যুগ্ন কো অডিনেটর করে ১৩ সদস্য বিশিষ্ট ইউনিট গঠন করা হয়েছে। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ইউনিট গঠন করা হয়। এতে এ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডার সীফ ট্রেনিংয়ে দক্ষতা ও সৃজনশীলতা এবং দেশ প্রেম অনুপ্রাণীত হবে পাশাপাশি নিজ পরিবার, সমাজ ও জাতির উপকার হবে।