তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুরে হাওরপাড়ের বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৪ শতাধিক পরিবারের মধ্যে লন্ডন প্রবাসী শেখ হাজী বশির উদ্দিনের উদ্যোগে ত্রান বিতরন করা হয়েছে।
শনিবার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইগরামপুর ও জগদীশপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পরে বিকেলে তাহিরপুর সদর ইউনিয়নের সুর্য্যরেগাঁও,লক্ষীপুর,উজান জামালগড় ও ভটি জামালগড় গ্রামের প্রায় আড়াই শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরন করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে সঙ্গে ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুল হাই কালাচান,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম,ছাত্রলীগ নেতা রাজন চন্দ প্রমুখ।