1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

শৃঙ্খলা নিরাপত্তা ও জনসেবাই পুলিশের মূল কাজ: ডিআইজি মিজানুর রহমান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১২.৫৫ পিএম
  • ৪৫৬ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর::
টাঙ্গুয়া হাওরে আগত ট্যুরিষ্টদের নিরাপত্তা বিষয়ক সভা করেছেন সিলেট রেঞ্জ এর ডিআইজি মিজানুর রহমান। শুক্রবার দুপুরে তাহিরপুর থানা প্রাঙ্গনে সিলেট রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার সুনামগঞ্জ ও ট্যুরিষ্ট পুলিশ সিলেট এর আয়োজনে অনুষ্টিত নিরাপত্তা বিষয়ক সভায় ডিআইজি মিজানুর রহমান বলেন, ‘টাঙ্গুয়ায় আগত ট্যুরিষ্টদের নিরাপত্তায় তাহিরপুর থানা পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে সতর্কতার সাথে কাজ করতে হবে। কোন ট্যুরিষ্ট বিপদাপন্ন হলে তাৎক্ষনিক পুলিশ সেবা দিয়ে কাজ করে যাবে। শৃঙ্খলা নিরাপত্তা ও জনসেবাই পুলিশের মূল কাজ।’ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম,সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, ট্যুরিষ্ট পুলিশ এডিশনাল এসপি মো: হাফিজ, যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সাজিদুর রহমান ফারুক,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর। বক্তারা টাঙ্গুয়া হাওরপাড়ে ট্যুরিষ্টদের আবাসন ব্যবস্থা ও নিরাপত্তার জন্য ট্যুরিষ্ট পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়সহ প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি টাঙ্গুয়ায় জীববৈচিত্র্য ও মৎস্য সংরক্ষনসহ বনায়ন ভূমি সংরক্ষেনে পুলিশের পাশাপাশি স্থানীয় জন প্রতিনিধিদের কাজ করতে হবে। সভার পূর্বে তারা টাঙ্গুয়া হাওর ঘুরে দেখেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!