সাইফ উল্লাহ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজার ইউনিয়নের উপ -নির্বাচনে ত্রি-মুখী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল হক আফিন্দী মটর সাইকেল মার্কা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ৭.৩০ ঘটিকার সময় বেসরকারী ভাবে সহকারি রিটানিং অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মমিনুর রহমান এ ঘোষণা প্রদান করেন। উপ- নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদন্ডীতা করেন, নৌকা প্রাথী মো. সায়েম পাঠান, স্বতন্ত্র পার্থী ঘোড়া প্রতিক মো. মাসুক মিয়া, স্বতন্ত্র পার্থী মটর সাইকেল প্রতিক মো. নুরুল হক আফিন্দী। মোট ৯টি কেন্দ্রে ১৮ হাজার ২শত ৮৬টি ভোট রয়েছে, ৩জন প্রার্থী প্রতিদন্ডীতা করেছেন । এর মাঝে নৌকা ২হাজার ৬শত ১০ ভোট পেয়ে ৩ হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতিক মো. মাসুক মিয়া, মোট ভোট পেয়েছেন ৩ হাজার ৯শত ৪৩ ভোট পেয়ে ২য় হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মটর সাইকেল প্রতিক মো. নুরুল হক আফিন্দী মোট ভোট পেয়েছেন ৪ হাজার ৩শত ৬৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন। মো. মাসুক মিয়া চেয়ে ৪শত ৩৪ভোট বেশী পেয়ে মো. নুরুল হক আফিন্দী বিজয়ী হয়েছেন। বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন মো. নুরুল হক আফিন্দী। ঘোষণা সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, প:প: কর্মকর্তা ডা. মনিসর রায়, ওসি সাইফুল আলম সহ প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও জন প্রতিনিধিরা।