তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বারকি নৌকা, ভারতীয় পাথর ও নাসির বিড়ি আটক করেছে। অপরদিকে টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭৩০ কেজি ভারতীয় কয়লা আটক করেছে। এছাড়াও শনিবার দুপুরে চারাগাও সীমান্ত বিজিবি ফাড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায় শনিবার ভোররাতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিজিবির টহল দল লাউড়ের গড় সীমান্তের জাদুকাটা নদী থেকে ৩টি বারকীনৌকাসহ ভারতীয় ৬০গনফুট পাথর আটক করেন। একই সময় লাউড়ের গড় সীমান্ত ফাঁড়ির সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি অপর একটি টহল দল লাউড়েরগড় সীমান্ত এলাকার বিন্নাকুলি নামক স্থান থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৩৩৬০ প্যাকেট নাসির বিড়ি আটক করেন। অপরদিকে একই সময় টেকেরঘাট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ লিয়াকত আলী খানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় দুই হাজার, সাত শত, ৩০ কেজি কয়লা আটক করেন। এছাড়াও গতকাল শনিবার দুপুরে উপজেলার চারাগাও সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সালামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক মিস্টার আলী (৩৫)। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম জানিয়েছেন আটককৃত পাথর নৌকা কয়লা নাসির বিড়ি ও গাজার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ, ৩৮ হাজার, ৯ শত, ৯০ টাকা। তিনি আরো জানিয়েছেন গাঁজাসহ আটক মিস্টার মিয়াকে তাহিরপুর থানায় সোপর্দ করা হবে এবং হাবিলদার আব্দুস সালাম বাদী হয়ে তার অপর সহযোগী লালঘাট গ্রামের আহমদ আলীর ছেলে মাসুদ মেয়েকে পলাতক আসামি দেখিয়ে তাহেরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।