স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জনপ্রিয় খাবারের হোটেল “কুটুম বাড়ি রেস্টুরেন্ট’ এর উদ্যোগে “কুটুম বাড়ি রেস্টুরেন্ট বার্ষিক সাতার প্রতিযোগিতা’ অনুষ্টিত হয়েছে। জুবিলী উচ্চ বিদ্যালয়ের পুকুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রশাসনের কর্মকর্তাসহ ক্রিড়ামোদীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। প্রতিযোগিতাটি সম্পন্ন হয় জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায়।
জেলা ক্রিড়া সংস্থার সাঁতার বিভাগের সভাপতি জুনেদ আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর মিল্টন চন্দ্র পাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সভাপতি রেজওয়ানুল হক রাজা, ফ্যান্টম গ্রুপ’র সাধারন সম্পাদক আনসারুল হক বাবু। এছাড়া অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিযোগিবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কুটুম বাড়ি রেস্টুরেন্ট এর সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুক্তসাতার, চিত সাতার, প্রজাপতি সাতারসহ বিভিন্ন গ্রুপে এই সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে সাতারুরা এতে অংশ নেন।