বিশেষ প্রতিনিধি::
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশে ডেঙ্গু থাকবেনা। আমাদের সম্মিলিত চেষ্টায় এটাকে দমন করব। অতীতে আমরা যেমন কলেরা, ডাইরিয়া, বসন্ত, শিতলার মতো মহামারিকে নির্মূল করেছি, ডেঙ্গুকেও নির্মূল করব। সবাইকে মিলে, ঐক্যবদ্ধভাবে এই ডেঙ্গু মোকাবেলার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী পদ্মাসেতু নিয়ে কল্লা কাটা গুজব বিষয়ে বলেন, এই কল্লাকাটা প্রাচরণা গুজব। এগুলো মুর্খ ও অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন মানুষের প্রচারণা ও কাজ। তিনি বলেন, সাইদী চান্দে গেছে, পদ্মাসেতুতে কল্লা লাগে-এগুলো ননসেন্স মানুষের কাজ। আমরা আধুনিক যুগের মানুষ। জ্ঞান বিজ্ঞানে আমরা এগুচ্ছি। আমরা চাই দেশের মানুষ সুশিক্ষিত হোক।
তিনি বলেন, পদ্মাসেতুতে আমি সপরিবারে ঘুরে এসেছি। কিভাবে বাংলাদেশ এত বড় কাজ করছে তা বিশ্বের কাছেও বিষ্ময়কর। আমি পদ্মাসেতুর পিলারকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি। অভিভূত হয়েছি এই মহাযজ্ঞ দেখে। আমাকে এই কাজ আবেগাপ্লুত করেছে। দেশের এই বিরাট কাজকে নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তারা আসলে অন্ধকার যুগের মানুষ। তিনি বলেন, মোগল, পাঠান, বৃটিশ, সেন, পাকিস্তানী-সবাই আমাদের শোষন করেছে। আমরা এখন ঃিস্ব থেকে ঘুরে দাড়াচ্ছি। পদ্মাসেতু তৈরি করছি। আগামীতে পরিশ্রমের মাধ্যমে দেশের আরো উন্নতির জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য ডিসি এসপি হওয়া নয়, ভালো ও সত্যবাদী মানুষ হওয়া। আধুনিক ও বিজ্ঞান সম্মত মানুষ হওয়া।
দ্যা অপটিমিস্ট আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, প্রফেসর পরিমল কান্তি দে, গোলাম কিবরিয়া, খলিল রহমান প্রমুখ।