স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জামালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে ১৫ আগষ্ট উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল। প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম। এ সময় উপস্থিত জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান সহ সরকারী বেসরকারী কর্মকর্তা বৃন্দ। ১৫ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে চিত্রাংকন, খেলাধুলা, রচনা প্রতিযোগীতা, মসজিদ, মাদ্রসা, মন্দির সহ বিশেষ প্রার্থনা করা হবে। প্রদান অতিথি ইউসুফ আল আজাদ বলেন, যার জম্ম না হলে বাংলাধেশের জম্ম হত না, যার জম্ম না হলে মুক্তিযোদ্ধ হত না, সেই মহা মানব বঙ্গবন্ধুর চেতনাকে ধরে রাখতে হবে, মুক্তিযোদ্ধা সহ সকলকে উপস্থিত থাকার জন্য তিনি অনুরোধ করেন।