স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের আঞ্চলিক সেচ্ছাসেবী সংগঠন দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন’র উদ্যোগে ও সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার কল্যাণ সমিতির সহযোগিতায় ডেঙ্গু মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর বারোটায় কলেজ অডিটোরিয়াম হলরুম প্রাঙ্গণ থেকে ডেঙ্গু মশক নিধন অভিযানের উদ্বোধন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ। এসময় সাবেক সিভিল সার্জন ও সুনামগঞ্জস্থ দোয়ারাবাজার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আব্দুল হাকিম, কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রোখসানা পারভিন, সহকারী অধ্যাপক জাকির হোসেন, ইনার উদ্দিন ফাহিম, প্রভাষক নূর মোহাম্মদ, নির্মলেন্দু শর্মা, তরিকুল ইসলাম, মোঃ মাইনুদ্দীন প্রমুখসহ দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন’র সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন’র আহবায়ক আব্দুস সালাম মাহবুব’র নেতৃত্বে সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য মশক নিধন অভিযানে অংশগ্রহণ করে। প্রায় দুই ঘন্টাব্যাপী ডেঙ্গু মশক নিধন অভিযানে কলেজের আশপাশের ঝোপঝাড়, স্যাঁতসেঁতে জায়গা, পয়ঃনিষ্কাশন পথ ও নালা-নর্দমায় মশক নাশক পাউডার ছিটানো হয়।