তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগন্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিঘাট সীমান্ত পিরার ১১৯৬/৮-এস এর নিকট থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার পাটলাই নদীতে, ২৪০ ঘনফুট ভারতীয় চুনাপাথরসহ ০১টি ভলগেট ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৪,৭৬,৪০০/- টাকা। অপরদিকে উপজেলার লাউরগড় বিওপির একটি টহল দল,উপজেলা সীমান্তের মেইন পিলার ১২০৬ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের মোকছেদপুর নামক স্থান থেকে ০২ (দুই) কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার মূল্য ৭,হাজার টাকা। লাউরগড় বিওপির টহল দল,সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার যাদুকাটা নদী হতে ১,৮০০ কেজি ভারতীয় কয়লাসহ ০৪টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ২২৪৪৮০টাকা।
সুনামগঞ্জের বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় পাঠানো এবং চুনিপাথর সহ ভলগেট ইঞ্জিন চালিত নৌকা ও বারকী নৌকা শুল্ক কার্যালয়ে জমা দেয়া প্রক্রিয়াধীন রয়েছে।