স্টাফ রিপোর্টার, তাহিরপুর:
সুনামগন্জ তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মুজরাই গ্রামে বাসর রাতেই স্বামী আত্মহত্যা করেছেন ।
স্থানীয় তথ্য মতে জানা যায় গত (৯আগস্ট ) রাত ১:০০টা সময় মুজরাই গ্রামের মিরবদনের ছেলে অজিত বর্মন(২৩) নব বধু সনঞ্চিতা বর্মন (১৯)কে নিয়ে মধুর মিলন করার কথা কিন্তু সেখানে ঘটেছে বিচ্ছেদের কাহিনী। অজিদ বর্মন প্রস্রাবের কথা বলে বেরিয়ে আসেন আর ফেরা হয় নি, চির দিনের মত চলে যাওয়ার পথ বেচে নিলেন আত্মহত্যার মাধ্যমে । বাসর ঘর ছেড়ে ঘরের পশ্চিম পাশে গাছের সাথে রশি দিয়ে ফাস দিয়ে মারা যান তিনি।
ইউ/পি সদস্য সাজিনূর মিয়া বলেন,অজিত বর্মন আগে থেকেই মানসিক রোগী ছিল, সে আত্মহত্যা করেছে। গত দু দিন আগে পরিবারের আলোচনার মাধ্যমে বিশ্বম্ভপুর উপজেলার বারকুড়ি গ্রামের মেয়ে সনঞ্চিতা বর্মন(১৯)এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । হাসি খুশিতেই দিন কাট ছিল। কিন্তু রাতে মধুর মিলন থেকে কাল রাতের পরিনিত হয় ।
এর সত্যতা নিশ্চিত করেন তাহিরপুর থানার কর্মকর্তা আতিকুর রহমান তিনি আর ও বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগন্জ মর্গে পাঠানো হয়েছে ।