হাওর ডেস্ক::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে কিন্তু আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে এদেশের মানুষকে সাতে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন একটি স্বনির্ভর অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। যেখানে রাস্তাঘাট, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ও মন্দির র্নিমাণ করে প্রতিটি ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। আমরা এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির পথে চলতে চাই। তিনি দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে ঈদের শুভেচ্ছাও জানান।
তিনি সবাইকে রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।
সোমবার (১২ আগস্ট) সকাল আটটায় সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় শেষে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
এসময় উপস্থিত ছিলেন- হাইকোর্টের বিচারপতি মিসবাহ উদ্দিন রুমি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুনুর রশিদ।