স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সাস্টিয়ানদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরদিন ১৩ অগস্ট লতিফা কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জের শাবিপ্রবির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ফ্রম সুনামগঞ্জ ‘ এ অনুষ্ঠানের অয়োজন করে। শোকের মাসে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চার আসনের সাংসদ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা। এছাড়াও অনুষ্ঠানে ঢাকাস্থ সাস্ট ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান চৌধুরী রিন্টু উপস্থিত ছিলেন। সাহেরীন চৌধুরী মিশুক, মোজাম্মেল হাসান জিকু ও শরিফ আহমেদের সার্বিক ব্যাবস্থাপনা এবং হাসান মোর্শেদ চৌধুরী অমিতের পরিচালনা ও তারেফ রহমান জেম এর সঞ্চালনায় বিভিন্ন ব্যাচের প্রায় ৮০ জন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সিনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন সাস্টিয়ান ফর্ম সুনামগঞ্জের উদ্যোক্তা মোহাম্মদ গোলাম অাজাদ, বদরুল হক, অাবুল কালাম অাজাদ, শহির অাহমদ, পারভেজ অাহমদ, জমশেদ অালী, নেহারুল হক, হিমাদ্রি সংকর, মোঃ জালাল উদ্দিন, শহিদুল হক সোহাগ, মোহাম্মদ অালমগীর, রইছ অাল মামুন, রঞ্জন রায়, দিলশাদ অালী, নিবেদিতা পাল, বিপাশা রায়, সৈয়দা ফামিয়া অাক্তার, অর্চি রানী কর, সাদিকুর রহমান কয়েছ , মোঃ অলি উল্লাহ, সুজা উদ্দিন, মুজাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে পরিচয় পর্বের পর স্মৃতিচারণ, ভবিষ্যতের করণীয়, অাড্ডা, অাপ্যায়ন, র্যাফেল ড্র ও অতিথিদের ফটোসেশন অনুষ্ঠিত হয়।