সাইফ উল্লাহ::
অসাম্প্রদায়িক চেতনায় বাচাও স্বদেশ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ জেলায় উদীচী’র একাদশ জেলা সম্মেলন অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টী সুনামগঞ্জ জেলা সংসদ আয়োজনে ওই সম্মেলন অনুষ্টিত হয়। জাতীয় সংঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলনের পর শোভাযাত্রায় জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে জেলা হাসান রাজা মিলনায়তনে এসে উদ্ধোধনী অধিবেশন অনুষ্টিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা উদীচী’র সভাপতি ও দৈনিক সুনামকন্ঠে’র সম্পাদক বিজন সেন রায়। জেলা উদীচীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলল’র সঞ্চালনায় উদ্ধোধন করেন ৭১’র মহান মুক্তিযোদ্ধে দিরাইয়ের নির্যাতিত নারী কুলসুম বেগম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, সহ সভাপতি, লেখক মাহমুদ সেলিম, উদীচী চারুকলা ও চলচ্চিত্র বিভাগের সশ্পাদক প্রদীপ ঘোষ, শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, মুক্তিযুদ্ধ চর্চা গবেষণা কেন্দ্রের আহবায়ক এড. বজলুল মজিদ খসরু, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অবসর প্রাপ্ত শিক্ষক দূজ্যোতিময় বসু, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্রাচার্য, কৃষক নেতা অমর চন্দ্র দাস প্রমুখ।
এতে জামালগঞ্জ উপজেলার উদীচীর সভাপতি আকবর হোসেন, বিশ্বশ্ভরপুর উপজেলার স্বপন কুমার বর্মন, ধর্মপাশা উপজেলার চয়ন কান্তি দাস, দিরাই উপজেলার নারায়ন দাস, জগন্নাথপুরের মানস রায়, শাল্লা উপজেলায় তরুণ কান্দি দাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর উপজেলার সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক উপস্থিত ছিলেন।
পরে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয় এতে শিলা রায়কে সভাপতি এবং জাহাঙ্গীর আলমকে সাধারন সম্পাদক করে উক্ত কমিটি গঠন করা হয়।