দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে আগামী পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদে লড়তে চান ক্লিন ইমেজ ও অসাম্প্রদায়িক চেতনার প্রিয়মুখ হিসেবে এলাকায় সমাদৃত আসাদ উল্লা । পৌরসভা নির্বাচনের বছর খানেক আগেই নিজের প্রার্থীতা ঘোষনা করলেন তিনি। মঙ্গলবার দুপর ১২টায় পৌর সদরের একটি রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেন আজন্ম আওয়ামী পরিবারের সদস্য আসাদ উল্লা। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে যুক্ত হন আসাদ উল্লা। তিনি ১৯৬৯ সালে বাংলাদেশ ছাত্রলীগ দিরাই ইউনিটের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেন তিনি।
পৌরবাসি সকলের সাথে সম্পৃক্ততা বাড়াতে আগাম প্রার্থীতা ঘোষনা দেয়ার কথা উল্লেখ করে আসাদ উল্লা বলেন, শাসন নয়, মানুষের সেবার দৃঢ় মনোবৃত্তি নিয়ে নির্বাচনে প্রার্থী হতে চাই। পৌর সদরের যোগাযোগ, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, অন্যান্য পৌর শহরের তুলনায় অনেকটাই পিছিয়ে আছি আমরা। দিরাই পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর ও পৌরবাসীর সুখ-দুঃখের সাথী হতে নির্বাচনে প্রার্থী হবার সিদ্ধান্ত নিয়েছি।