মাত্র দেড় লাখ টাকা হলেই বাঁচবে দশম শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার সোমার জীবন। সোমা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের হালাবাদি গ্রামের দিনমজুর আব্দুল হাকিমের মেয়ে। মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে টিউমার হওয়ায় স্কুলে যেতে পারছে না। সেই সাথে অনিশ্চিত হয়ে পড়েছে তার বেঁচে থাকা। সোমার চিকিৎসার জন্য প্রায় দেড় লাখ টাকা প্রয়োজন, যা অসচ্ছল পিতার পক্ষে এ খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই আব্দুল হাকিম সমাজের বিত্তবানদের কাছে অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে।
সোমা বর্তমানে রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সিনিয়র অধ্যক্ষ ডা. পারভিন আক্তার এর তত্বাবদানে রয়েছেন।
সোমার চিকিৎসার জন্য কেউ সহযোগিতা করতে চাইলে তার পরিবারের (পার্সোনাল বিকাশ নম্বর-০১৭৬৬-৭০৩৪৭৩), রকেট- ০১৭৬৬-৭০৩৪৭৩২) এ সহযোগিতা করতে পারবেন।