স্টাফ রিপোর্টার::
একুশে আগস্ট শেখ হাসিনার রাজনৈতিক সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি জামায়াত-জঙ্গীজোটের গ্রেনেড হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগ। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শহিদদের স্মরণ করা হয় এবং দোয়া করা হয়। সভায় এই হামলার অবিলম্বে বিএনপি জামায়াত জঙ্গীজোটের মাস্টারমাইন্ডদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। বক্তারা বিএনপি জামায়াত জোট সরকারের মদদে পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের এই জগন্যতম ঘটনার নিন্দা জানিয়ে বাংলার মাটিতে দোষীদের কঠিন শাস্তি
সভায় বক্তব্য দেন জেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুবিন, শাহীন মিয়া, তাপস, সাংগঠনিক সম্পাদক রিংকু চৌধুরী, সাবেক ছাত্র নেতা সুব্রত প্রমুখ।