স্টাফ রিপোর্টার::
বাউল স¤্রাট শাহ আবদুল করিমের জন্মশত বার্ষিকী উপলক্ষে শুক্রবার থেকে দুইদিন ব্যাপী তাঁর জন্মভিটা সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে ‘জন্মশত বার্ষিকী উদযাপন’ শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত উসৎব শেষ হবে আগামী শনিবার। উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে বাউল-ভক্তশীষ্যরা এসেছেন। তারা প্রাণনাথ ও মুরশিদ করিমকে গানে গানে স্মরণ করছেন। উজানধলের আকাশে করিমের সুর ধ্বনিত হচ্ছে বাউলদের কণ্ঠে।
১৯১৬ সনে সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রত্যন্ত গ্রাম উজানধলে জন্মনেওয়া শাহ আবদুল করিমের বয়স ২০১৬ সনে জন্মশত বর্ষে এসে পড়ে। তাই জন্মশত বার্ষিকী স্মরণীয় করে রাখতে সরকারি-বেসরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি সুনামগঞ্জ জেলা শহর ও বিভাগীয় শহরসহ রাজধানী ঢাকাতেও জন্মশত বার্ষিকী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। সর্বশেষ তার জন্মভিটা ও স্মৃতিধন্য গ্রাম উজানধলে জন্মশত বার্ষিকী উদযাপনের উদ্যোগ নেয় শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ। সং¯স্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকেলে বাউলের বাড়ির আঙ্গিনায় এ উপলক্ষে উদযাপন উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি ব্যক্তিত্ব গোলাম কদ্দুছ। দুদিনের উৎসবে দেশ-বিদেশের প্রখ্যাত বাউল, শাহ আবদুল করিমের ভক্ত-শীষ্যসহ নানা অঙ্গনের লোকজন এসেছেন। দুইদিনের উৎসবে শুরুতে শাহ আবদুল করিমের জীবন, সঙ্গীত নিয়ে আলোচনা করেন বিশিষ্টজন। রাতে সঙ্গীত পরিবেশেন করেন দেশখ্যাত তারকা শিল্পীবৃন্দ।
শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ এর সভাপতি বাউল পুত্র শাহ নূর জালাল বলেন, আমাদের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয় সহযোগিতা করায় বাউল স¤্রাটের ভক্তশীষ্যনা কৃতজ্ঞ। দেশ বিদেশে থেকে আগত ভক্তশীষ্যরা বাউল স¤্রাট শাহ আবদুল করিমের জন্মশত বার্ষিকী স্মরণীয় করে রাখতে চান।