স্টাফ রিপোর্টার::
মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মা সমাবেশে উপজেলা শিক্ষা অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকসহ স্থানীয় মায়েরা উপস্থিত ছিলেন। সমাবেশে কাজী শামসুল হোদা সোহেলের উদ্যোগে তিনটি শ্রেণির মেধাবী ৯জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও রইসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষাঅফিসার এনামুর রহিম বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়া, আজিজুর রহমান, কাজী শামসুল হুদা সোহেল, সাংবাদিক শামস শামীম, ইউপি সদস্য শামসুন্নুর, শালিস কমিটির সভাপতি মুছন আলী, স্কুল পরিচালনা কমিটির সদস্য আফিজ উদ্দিন, যুবনেতা তানভির আহমদ জনিক, মজর আহমদ সাজু, কাবুল হোসেন প্রমুখ। মা সমাবেশে স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক আশিক নূর।