ধর্মপাশা প্রতিনিধি :
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সুনামগঞ্জের ধর্মপাশায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের নতুন বাড়ি এলাকার বাসিন্দা মাঈন উদ্দিনের মাঝে দুই বান্ডিল টিন ও ঘর তোলার জন্য ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই টিন ও টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা নির্বাহী ককর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী রতন সরকার প্রমুখ।