রাজন চন্দ, তাহিরপুর::
তাহিরপুরের পল্লীতে দু’গ্রুপের মধ্যে তুচ্চ বিষয় নিয়ে সংঘর্ষে মহিলাসহ ৫০ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়নের নোয়ানগর গ্রামে এ সংর্ষের ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত ১৫জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের সুনামগঞ্জ সদর ও তাহিরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নোয়ানগর গ্রামের আজগর আলী ও আলী মর্তূজা দুটি গোষ্টির পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জেড় ধরে শনিবার সকালে উভয় পক্ষের সন্তানাদি ও মহিলাদের কথাকাটাকাটির এক পর্যায়ে দ’ুপক্ষই দেশীয় অ¯্রস¯্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলতে থাকলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মিয়া হোসেন এর মাধ্যমে থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে আহতরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। উভয় পক্ষের গুরুতর আহত নোয়ানগর গ্রামের শাজ উদ্দিন (৩০),আলী নেওয়াজ (৩২), মিরাজ উদ্দিন (৩০), কফিল উদ্দিন (৪৫), আলিম উদ্দিন (৪০), জয়নাল (৪৫), গিয়াস উদ্দিন (৪০), ফখর উদ্দিন (৩০), এনায়েত (২৫), আলী আমজদ (৩০), আলী মর্তূজা (৩৫), শামাল (২৮), শিরিনা (৩২), কবির (৩৫), সিরাজুল (২৫), সাজিবুল (৩০), সালিম উদ্দিন (৫০), মনি (২০), মকবুল (৩০), সফিক মিয়া (২৫), সজিব (২০), আলফাস (২৮), মুন্না (২৬) মিয়া (৩০), আশরাফুল (২৩), আব্দুল্লাহ (৩২), জিয়াউল (৩০), আলিম উদ্দিন (৫০)। অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, নোয়ানগর গ্রামে সংঘর্ষের সংবাদ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা নিয়ে আসেনি।