দিরাই প্রতিনিধি::
আত্মীয়-স্বজন, দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতা, চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে অবশেষে মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মানলো শিশু তাওহিদা (৯)। শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে সিলেটে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সে ইন্তেকাল করে। পরিবার সূত্র জানায়, আজ (শুক্রবার) বিকেল ৪টায় রাধানগর গ্রামে শিশু তাওহিদার জানাযা শেষে দাফন করা হবে।
তাওহিদা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাধানগর গ্রামের আলী হোসেন মজনু ও মাসকুরা বেগমের কন্যা। ৩ বোনের মধ্যে বড় তাওহিদা বেশ কিছুদিন যাবত ক্যান্সারে ভূগছিল। মেয়ের সুচিকিৎসা নিশ্চিত করতে গত ২০ আগস্ট কাতার প্রবাসী পিতা আলী হোসেন মজনু দেশে ফিরেন। পরিবারের সহায় সম্বল এমনকি ভিটেমাটি বিক্রি করে তাওহিদার চিকিৎসা করায় তার পরিবার।
এদিকে শিশু তাওহিদার মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হবার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকসহ হাটবাজারে আলাপচারিতায় উঠে এসেছে শিশু তাওহিদার মৃত্যুর প্রসঙ্গ।
তাওহিদার চিকিৎসার পেছনে সর্বস্ব হারানো পরিবারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য আহবান জানিয়েছেন অনেকে।