হাবিবুর রহমান হাবিব, শাল্লা::
জাতীয় নেতা ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতি ধরে রাখতে শাল্লা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা পরিষদের
সহযোগিতায় “সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট/২০১৯” শুরু হয়েছে। খেলার সময়সূচি মোতাবেক রবিবার (১সেপ্টেম্বর) বিকাল ৪টায় স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শাল্লা উপজেলার আটগাঁও ইউপি একাদশ ও দিরাই উপজেলার তাড়ল ইউপি একাদশের মধ্যে টুর্ণামেন্টের সূচনা ম্যাচ উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
অমিতা রাণী দাশ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুমুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়া, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, আটগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুবল চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার
সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়
ও উপজেলা ক্রীড়া সংস্থার সহকারি রেফারি চপল দাস এবং সৈকত মিয়া দু’দলের
৯০মিনিটের খেলা পরিচালনা করেন। এতে মূল রেফারির দায়িত্ব পালন করেন উপজেলা
ক্রীড়া সংস্থার সাধারণ কালীপদ রায়। ৯০মিনেটের খেলায় তাড়ল ইউপি একাদশ ২-০
গোলো বিজয়ী হয়।
অনুষ্ঠিত খেলায় স্বাস্থ্য সহকারি জ্যোতিষ কান্তি তালুকদার বাদল ও প্রধান
শিক্ষক অনাদি তালুকদার এবং হিমাদ্রী সরকার হিমেল সার্বক্ষণিক ধারাভাষ্য
বর্ণনা করেন।
জানা যায় টুর্ণামেন্টটে মোট ১৬টি দল অংশ গ্রহণ করবেন এবং নক-আউট পদ্ধতিতে
সবকটি খেলাই অনুষ্ঠিত হবে। উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে
আগামি ২২ সেপ্টেম্বর।